April 14, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা রাজনীতি

Road : নিকাশী নালার কাজের শিলান্যাস

শিলিগুড়ি , ১০ এপ্রিল : উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আনুকূল্যে শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে সত্যজিৎ রায় সরণির রাস্তা ও নিকাশী নালা নির্মাণের কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির সারদা শিশুতীর্থ স্কুলের হল ঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , কাউন্সিলর শিবিকা মিত্তাল সহ পুরনিগমের অন্যান্য কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানরা।

এদিন মঞ্চ থেকে উদয়ন গুহ আক্ষেপ করে বলেন , গৌতম দেব এলাকায় উন্নয়নের কাজ করতে চাইছেন | কিন্তু তাকে কাজ করে দেওয়ার সুযোগ করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *