October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

North Bengal : উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা

শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নের সম্ভাবনা এবং মজবুত উন্নয়নের ওপর একটি আলোচনা সভার আয়োজন করল বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ । শুক্রবার দুপুরে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।

এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ , শিলিগুড়ির মেয়র গৌতম দেব , বেঙ্গল চেম্বার ও কমার্সের সহকারী ডিরেক্টর জেনারেল অঙ্গনা গুহ রায় চৌধুরী সহ অন্যান্যরা । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঙ্গনা গুহ রায় চৌধুরী বলেন , উত্তরবঙ্গে শিল্প ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে এই সভার আয়োজন করা হয়েছে । স্বাস্থ্য , শিক্ষা , পর্যটক সমস্ত ক্ষেত্রে যাতে আরও বেশি উদ্যোগপতিরা অর্থ ব্যয় করে উন্নয়নে আগ্রহী হয় সেই বিষয়কে মাথায় রেখেই এই সভার আয়োজন করা হয় । এটি বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *