December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

River Bed : নদীঘাট খোলার দাবিতে বিক্ষোভ

শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : দীর্ঘ ১০ মাস ধরে বন্ধ আছে সমস্ত নদী ঘাট । নদীঘাট খোলার দাবিতে এবার বিক্ষোভে সামিল হল ট্রাক্টর চালক ও শ্রমিকরা । বুধবার শিলিগুড়ি মহকুমার পানিট্যাংকির মেচি নদীর ঘাটে অবস্থান বিক্ষোভে বসেন ট্রাক্টর চালক ও শ্রমিকরা । ট্রাক্টর চালকদের অভিযোগ গত ১০ মাস ধরে নদী ঘাট থেকে বালু পাথর তোলা বন্ধ রয়েছে । যার ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের ।

উপার্জন না থাকায় বাচ্চাদের পড়াশোনা করার খরচ চালাতে সমস্যায় পড়েছেন তারা । এই বিষয়টি নিয়ে এলাকার প্রশাসনিক আধিকারিককে জানানো হলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ তাদের ।

এমনকি দার্জিলিং জেলাশাসককে জানানোর পর আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোন কাজ হয়নি । আগামী সাত দিনের মধ্যে এই নদী ঘাট না খুললে পরিবার নিয়ে বিডিও অফিসের সামনে ধর্ণায় বসবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *