November 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

University : বেতন বৃদ্ধি না হওয়ায় উপাচার্যের কুশপুতুল দাহ

শিলিগুড়ি , ৫ মার্চ : বেতন বৃদ্ধি না হওয়ায় এবং রেজিস্ট্রার উপাচার্যের সিদ্ধান্তে নতিস্বীকার করে নেওয়ায় মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা | এদিন আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ও উপাচার্য এস রবীন্দ্রনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা ।

অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে চরম অচলাবস্থার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে । ব্যাহত হয় প্রশাসনিক কাজ । ৪ মার্চ পর্যন্ত উপাচার্য বেতন বৃদ্ধির সিদ্ধান্ত না নিলে ৫ মার্চ রেজিস্টার নিজস্ব ক্ষমতা বলে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করবেন এমনটা জানানো হয়েছিল । কিন্তু দেখা যায় এদিন ফের অনুপস্থিত থাকেন রেজিস্টার স্বপন কুমার রক্ষিত।

যার জেরে তীব্র আন্দোলনে সামিল হন কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে । এদিন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাজ্যপাল এবং উপাচার্যের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *