August 21, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

NBSTC : প্রতীকী একদিনের অনশন পরিবহন নিগমের কর্মীদের

শিলিগুড়ি , ২১ অগাষ্ট : স্থায়ী কর্মী নিয়োগ , অস্থায়ী কর্মীদের বেতন ও বোনাস বৃদ্ধি এবং নিগমকে বেসরকারিকরণের হাত থেকে রক্ষার দাবিতে প্রতীকী একদিনের অনশন কর্মসূচিতে শামিল হলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা । বৃহস্পতিবার শিলিগুড়ি ডিপো প্রাঙ্গণে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই আন্দোলন আয়োজিত হয়।

ইউনিয়নের অভিযোগ , রাজ্যের বর্তমান সরকার পরিকল্পিতভাবে নিগমের পরিকাঠামো ধ্বংস করছে । বর্তমানে গোটা নিগম জুড়ে মাত্র সাড়ে চারশো স্থায়ী কর্মীর উপর নির্ভর করছে পরিসেবা । বহুদিন ধরে কোনও নতুন স্থায়ী নিয়োগ হয়নি । অস্থায়ী কর্মীরাও দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানালেও তা মেলেনি । বোনাসের অপ্রতুলতাও কর্মীদের ক্ষোভ বাড়িয়েছে ।

কর্মীদের আশঙ্কা , ধাপে ধাপে রুট ও টিকিট পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে । এর ফলে নিগমকে পুরোপুরি বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *