শিলিগুড়ি , ১৫ সেপ্টেম্বর : মুরগির দানা তৈরির কারখানার দুর্গন্ধ এর জেরে সমস্যায় মাল্লাগুড়ির বাসিন্দারা |
শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি টি অকশন রোডে অবস্থিত একটি মুরগির দানার কারখানা নিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ , গত কয়েকদিন ধরে ওই কারখানার বর্জ্য বাইরে ছড়িয়ে হাওয়ায় মিশে যাচ্ছে । ফলে আশপাশের পরিবেশে তৈরি হয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর অবস্থা।
এলাকাবাসীদের অভিযোগ , বাতাসে উড়ে আসা ওই নোংরা আবর্জনা রান্নার খাবারে পড়ছে , রাস্তায় হাঁটাচলার সময়ও সমস্যায় পড়ছেন সাধারণ মানু ষ। শিশু থেকে বয়স্ক সবার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা তাদের।
বাসিন্দারা সতর্ক করেছেন , প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা বিক্ষোভে সামিল হতে বাধ্য হবেন। স্থানীয়রা জানিয়েছেন , সমস্যার সমাধানের জন্য পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।