October 22, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Rail : রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে শ্লোগান

শিলিগুড়ি , ২২ অক্টোবর : রেলের তরফে বারবার উচ্ছেদ অভিযানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা । অভিযোগ , রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার উচ্ছেদ করা হচ্ছে তাদের ।

ব্যবসায়ীদের দাবি , এভাবে জীবিকা হারাচ্ছেন বহু ব্যবসায়ী ও তাদের পরিবার । একইসঙ্গে রেলের এই পদক্ষেপকে তারা “চক্রান্তমূলক” বলেও আখ্যা দিয়েছেন । বুধবার এনজেপি থানা মোড়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ , রেল যেভাবে সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে , তা সম্পূর্ণ অন্যায্য । ব্যবসায়ীদের বক্তব্য , রাজ্যের তৃণমূল সরকার যেমন ইস্টার্নবাইপাস এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল , রেলেরও সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *