Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Demand : আইনজীবীর মারধর সিভিক ভলান্টিয়ারকে , নিরাপত্তার দাবি
উত্তরবঙ্গ ঘটনা

Demand : আইনজীবীর মারধর সিভিক ভলান্টিয়ারকে , নিরাপত্তার দাবি

শিলিগুড়ি , ১১ অগাষ্ট : শিলিগুড়ি সেবক রোডের পায়েল মোড়ে আইনজীবী এবং ট্রাফিক পুলিশের মধ্যে বাগবিতণ্ডার সময় এক সিভিক ভলান্টিয়ার কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে । পাশাপাশি সেই সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীদের সঙ্গে অবভ্য আচরণের অভিযোগ উঠেছে । সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন যুবক এক সিভিক ভলেন্টিয়ারকে ট্রাফিক পয়েন্ট থেকে বের করে মারধর করছে এবং তার পোশাক ছিঁড়ে দিচ্ছে।


গতকালের ওই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ির ইসকন মোড়ে । আইনজীবীরা অভিযোগ তোলেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার তাদের সঙ্গে অভব্য আচরণ করেছে তাকে ক্ষমা চাইতে হবে । এমনকি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছিল যেই গাড়ি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় সিভিক ভলান্টিয়াররা অভিযোগ আইনজীবীদের |

সেই দাবিতেই তারা প্রায় পাঁচ ঘণ্টা পথ অবরোধ করেন ।

আইনজীবীদের ওই অবরোধে ঢুকে পড়ে আমজনতা ও । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । ঘটনা সামাল দিতে হিমশিম খায় শিলিগুড়ি পুলিশ । অবশেষে আইনজীবীরা কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেয় আইনজীবীরা ।

রবিবার সেবক রোডে পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে বেরিয়ে বিপাকে পড়ে প্রচুর মানুষ । আজ ওই ঘটনার জেরে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ভক্তিনগর থানার আই সি এবং ওসিকে একটি লিখিত অভিযোগ দেন । নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলেই দাবি করেন । ‌

সিভিক ভলান্টিয়াররা বলেন তারা উচ্চ পদস্থ কর্তাদের নির্দেশে ডিউটি করেন কিন্তু তাদের ওপর আক্রমণের ঘটনা নিন্দনীয় । গতকাল পোশাক ছিঁড়ে দেওয়ার ঘটনার নিন্দা করেছেন তারা । গতকালের এই ঘটনার পর কি ব্যবস্থা নেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখন সেটাই দেখার ।
অপরপক্ষে আইনজীবীদের তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এই গঘটনা জানিয়ে অভিযোগ জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version