শিলিগুড়ি , ৩১ জানুয়ারী : বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণে স্থানীয়দের থেকে নির্মাণ সামগ্রী নেওয়ার দাবি জানাল স্থানীয়রা। এদিকে নির্মাণকারী সংস্থার আধিকারিকরা মোটা কমিশনের বিনিময়ে বাইরে থেকে নির্মাণ সামগ্রী এনে কাজ করছেন । এতে স্থানীয়রা অবহেলিত হচ্ছে । এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন খোদ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের জন্য বেশ কিছু জমি সম্প্রসারণ করা হয় । সেই কাজে জমি দেওয়া মুনিবস্তি , তরিভিটার বাসিন্দাদের অভিযোগ , বিমানবন্দরে নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী বাইরে থেকে আসছে । বিমানবন্দর তৈরির জন্য তারা জমি দিয়েছেন। তবে তাদের কাজ দেওয়া হচ্ছে না । বিমানবন্দর তৈরীর সময় তাদের কর্মসংস্থান হবে বলে আশা করেছিলেন তারা ।
তবে ওই নির্মাণ কাজের সংশ্লিষ্ট কোম্পানি একই মূল্যে বাইরে থেকে নির্মাণ সামগ্রী নিয়ে এসে কাজ করছেন । নির্মাণ কাজে ব্যবহৃত ডাম্পার গুলি অবৈধভাবে ওভারলোড অবস্থায় সামগ্রী নিয়ে যাচ্ছে । তাদের দাবি ওই নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী স্থানীয়দের থেকে নিতে হবে এবং স্থানীয় শ্রমিকদের নির্মাণ কাজে রাখতে হবে । এই দাবি নিয়ে আজ বেশ কিছু স্থানীয় বিমানবন্দরের প্রধান গেটের সামনে জমায়েত করে ।
অপরদিকে সাংসদ রাজু বিস্তা জানান , নির্মাণকারী ওই সংস্থার কাজের ধরন এখনও পর্যন্ত তার কাছে সঠিক মনে হয়নি । তারা স্থানীয়দের কথা চিন্তা করছে না। ওই কোম্পানির কিছু বড় বড় আধিকারিকরা কমিশনের বিনিময়ে ভুটান থেকে নির্মাণ সামগ্রী নিয়ে আসছে । স্থানীয়দের আবেগ নিয়ে যা খুশি তাই করলে তিনি সেটা হতে দেবেন না বলেই জানান ।