শিলিগুড়ি , ৪ সেপ্টেম্বর : সমস্ত ক্যাব চালক ও মালিকদের সুবিধার্থে ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে একত্রিত হল দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজেপি ফুলবাড়ী ওনার্স অ্যাসোসিয়েশন । প্রশাসনের ইচ্ছাকৃত গাফিলতি ও অরাজকতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করলেন সংগঠনের সদস্যরা ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , শহরবাসীর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা এক মহা মিছিল করার পরিকল্পনা করেছিল । কিন্তু পুলিশ প্রশাসন সেই মিছিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ বাড়ছে ।
এ প্রসঙ্গে সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে , অনুমতি না পেলে যদি কোনও অশান্তি ঘটে , তার দায় সংগঠন নেবে না । বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চালকদের সমস্যাগুলি তুলে ধরেন সংগঠনের সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ ।
তিনি অভিযোগ করেন , টোটো পরিবহনের জন্য কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি , অথচ সমস্ত চাপ ও অত্যাচার মেক্সি ক্যাব চালকদের উপরেই চাপানো হচ্ছে । এর ফলে তাদের জীবন ও জীবিকা গুরুতর সমস্যার মুখে পড়েছে ।