শিলিগুড়ি , ৭ এপ্রিল : বেতন বৃদ্ধি , বাড়তি কাজের জন্য ইনসেনটিভ প্রদান সহ মোট ১৪ দফা দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য মেয়র পারিষদকে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী(কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন।
সোমবার হাসমিচক থেকে একটি মিছিল করে সংগঠনের সদস্যরা পুরনিগমে পৌঁছায় । এদিন সংগঠনের সদস্যরা জানান , তাদের নির্দিষ্ট বেতন ১৫ হাজার করতে হবে | বাড়তি কাজের জন্য ইনসেনটিভ দিতে হবে ।
পাশাপাশি , তাদের অভিযোগ করেন করোনাকালে তারা দিন রাত কাজ করেছেন তার পরেও তাদের সেই টাকা তারা এখনো পাননি । ফলে এরপরেও যদি তাদের দাবি গুলো মানা না হয় তাহলে পরবর্তী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন ।