শিলিগুড়ি , ২ ডিসেম্বর : ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছরের এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয় । এই ঘটনার পর মৃত শিশুর অরবিন্দপল্লীর বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পৌঁছান আজ |
ইয়াসের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মেয়র । শিশুটির মায়ের কাছে দুর্ঘটনার বিবরণ শোনার পর ইস্টার্ন বাইপাসের ট্রাফিক ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনসাধারণকেও সচেতন হবার পরামর্শ দেন মেয়র । একই সঙ্গে বাইপাসে বিভিন্ন স্থানে পথবাতি লাগানোর কথাও জানান । একই সঙ্গে ডিভাইডার গুলো দিয়েই পারাপার না করার ও অনুরোধ করেন মেয়র | এরসঙ্গে যেসমস্ত স্থানে ডিভাইডার গুলো খুলে দেওয়া হয়েছে জন সাধারণের পক্ষ থেকে সে বিষয়েও আরও কঠোর হাতে মোকাবিলা করার কথা বলেছেন তিনি |

