শিলিগুড়ি , ২০ মে : সাময়িক ঝড়ে বিপর্যস্ত জনজীবন | গতিবেগ প্রতি ঘন্টায় আনুমানিক ৩০ থেকে ৪০ কিলোমিটার। আর তার জেরেই শহর শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে পড়ল । ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়িও । অন্যদিকে, একাধিক জায়গায় গাছ উপড়ে পড়া সহ গাছের ডাল ভেঙ্গে পড়ার ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে । পরিস্থিতি মোকাবিলায় পথে নেমেছে শিলিগুড়ি পুরনিগম । ১০ এর অধিক টিম একযোগে শহরের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছে ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে শনিবার বিকেলে বৃষ্টি শুরু হয় । সঙ্গে ঝোড়ো হাওয়া। মিনিট কয়েকের সেই ঝড়ের তান্ডবে শহর শিলিগুড়ির স্বাভাবিক জনজীবন ব্যহত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খব র, বাতাসের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় বঙ্গোপসাগর সাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প পুঞ্জীভূত হয়। তার জেরেই সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।
শিলিগুড়ি পুরনিগমের অধীন হাকিমপাড়া, বিধানরোড, আশিঘর, ফুলেশ্বরী সহ একাধিক এলাকায় গাছের ডাল সহ গাছ ভেঙ্গে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়িও।
এবিষয়ে, পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘পরিস্থিতির ওপর নজর রয়েছে । ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু হয়েছে।’