শিলিগুড়ি , ২২ জুলাই : তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের ।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় একটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে ।
অভিযোগ করা হচ্ছে যে তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ভুয়ো ভিডিও পোস্ট করে উত্তরকন্যা চলো কর্মসূচীকে বদনাম করার চেষ্টা করছেন ।
যুব মোর্চার অভিযোগ ভিডিওটিকে শুধু বিভ্রান্তিকর বলেই বর্ণনা করা হয়নি , বরং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ভাষাও ব্যবহার করা হয়েছে ।
অভিযোগ ভিডিওটিতে এই কর্মসূচীকে একটি “ধর্মীয় অনুষ্ঠান” হিসেবে উপস্থাপন করা হয়েছে । যেখানে প্রকৃতপক্ষে এটি ছিল হাইকোর্টের নির্দেশে ২১ জুলাই তিনবাত্তি মোড় থেকে চুনাভট্টি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত আয়োজিত একটি রাজনৈতিক সচেতনতা সমাবেশ ।
যুব মোর্চার অভিযোগ যে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র । যার লক্ষ্য একটি রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ।
সেই সঙ্গে দাবি করা হয়েছে যে X থেকে অবিলম্বে পোস্ট টি সরিয়ে ফেলা হোক এবং নীলাঞ্জন দাসের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো এবং ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হোক ।
অভিযোগের সঙ্গে ভিডিওটির স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে । এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তীব্র আকার ধারণ করেছে ।