শিলিগুড়ি , ২০ মার্চ : শিলিগুড়িতে যে কোনও সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম । গতকাল পুরনিগমের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশের কথা জানানো হয়েছে । ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন মেয়র পারিষদদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় । পরে ৫ মার্চ পুরনিগমের মাসিক বোর্ড মিটিংয়ে তা অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , শিলিগুড়ির শহরের দোকান , ব্যবসায়ী প্রতিষ্ঠান , বিপনন কেন্দ্র (শপিং মল ), রেস্তোরাঁ , হোটেল , হাসপাতাল , ডায়াগনস্টিক সেন্টার প্রভৃতির সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক । এই নির্দেশিকা সমস্ত বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
আগামী ১৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান মেয়র গৌতম দেব । পুরনিগমের তরফে জানানো হয়েছে , বাংলা ভাষার ঐতিহ্য বহাল রাখতেই এই সিদ্ধান্ত ।
এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ।