শিলিগুড়ি , ১২ মার্চ : বাঁশের আড়ালে অবৈধ বর্মা কাঠ পাচার রুখে দিল বনদপ্তর | বেলাকোবা রেঞ্জের তৎপরতায় বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ বার্মা কাঠ | ঘটনায় গ্রেপ্তার তিনজন । বেলাকোবা রেঞ্জের রেঞ্জারের কছে খবর আসে যে একটি লরিতে করে বাঁশের আড়ালে বিপুল পরিমাণ বার্মা কাঠ পাচার করা হচ্ছিল ।
খবরের ভিত্তিতে শনিবার সারা রাত বেলাকোবা রেঞ্জের কর্মীরা ওতপেতে থাকে এবং জলপাইগুড়ির পানিকৌড়ি টোল প্লাজার কাছে লরিটিটে আটক করে এবং বিপুল পরিমাণ বার্মা কাঠ উদ্ধার করে ।
কাঠ গুলি অসম থেকে উত্তরপ্রদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন প্রেম সিং( উত্তরপ্রদেশ), চাহাজুল ইসলাম (অসম), ইমরান(উত্তরপ্রদেশ)। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বনদপ্তর সূত্রে খবর।