November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourist : পর্যটকদের হেনস্থার অভিযোগ চালকের বিরুদ্ধে

শিলিগুড়ি , ১৬ মার্চ : পর্যটকদের হেনস্থা করার অভিযোগ চালকের বিরুদ্ধে । গত সাত দিন আগে কলকাতার বালি থেকে ১৩ জনের একটি দল সিকিম , দার্জিলিং সহ ডুয়ার্সে বেড়ানোর জন্য একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে ৯৬ হাজার টাকায় চুক্তি করে । আজ রাতে কলকাতায় ফেরার ট্রেন থাকার জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা হয় মিরিক হয়ে তারা ডুয়ার্স হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসবে ।

সেই মত আজ সকালে দার্জিলিং থেকে দুটি গাড়ীতে তারা রওনা হয় । একটি গাড়ী মিরিক হয়ে এলেও আরেকটি গাড়ী মিরিক না গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দিকে চলে আসে । রাস্তায় পর্যটকরা আপত্তি জানালে গাড়ীর চালক তাদের হুমকি দেয় বলে অভিযোগ করে পর্যটকরা ।এরপরই বাজে ভাবে গাড়ী চালাতে থাকে চালক বলে অভিযোগ ।

কাওয়াখালীর কাছে চালককে গাড়ী থামাতে বললে সে গাড়ী থামায় না । এরপরই গাড়ীর মধ্যেই শুরু হয় বচসা ৷ বাধ্য হয়ে চালক গাড়ী থামাতেই গাড়ী থেকে নেমে পড়ে পর্যটকরা ৷ সেখানে শুরু হয় বচসা ও হাতাহাতি । স্থানীয়রা এসে দু’পক্ষকে সরিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোষ্ট থানার পুলিশ । দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে দেয় পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *