শিলিগুড়ি , ১৩ জুলাই : শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে দুই যুবকের উপর ছুরি দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিহারের বাসিন্দা ফরিদ খান শিলিগুড়ির বানেশ্বর মোড়ের কাছে একটি গুদামে কাজ করে । ঘটনার সূত্রপাত দুই দিন আগে হয়েছিল।
অভিযোগ ফরিদ খান রাস্তা দিয়ে যাওয়া একটি মেয়েকে অশ্লীল মন্তব্য করে । মেয়েটি তার দুই ভাইকে ঘটনাটি জানালে তারা ফরিদকে শনাক্ত করে । এর পর ফরিদ এবং দুই যুবকের মধ্যে বিবাদ শুরু হয়।
অভিযোগ, ফরিদ ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইয়ের উপর হামলা চালায় । এতে একজনের ঘাড়ে এবং অন্যজনের হাতে গুরুতর আঘাত লাগে । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন গুদামে ফরিদকে খুঁজতে থাকে এবং ভাঙচুর চালায়।
খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ।
ভক্তিনগর থানার এসিপি রবিন থাপা এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুলিশ অভিযুক্ত ফরিদ খানকেও ভক্তিনগর থানায় নিয়ে যায় । এদিকে , আহত দুই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অভিযোগের পর , আজ অভিযুক্ত ফরিদ খানকে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ ।
বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।