শিলিগুড়ি , ১ জুলাই : শহর শিলিগুড়িতে লাগাতার চুরি , ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর । অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে , ভিন রাজ্যের দুষ্কৃতীরা শহরে এসে অপরাধ করে গা ঢাকা দিচ্ছে । ফলে তদন্তে সমস্যায় পড়ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ।
এই পরিস্থিতি মোকাবিলায় এবার ডিটেকশনের পাশাপাশি প্রিভেনশনে (অপরাধ প্রতিরোধে) বেশি জোর দিচ্ছে পুলিশ ।
শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন , শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে ।
তিনি আরও জানান , সাম্প্রতিক সময়ে একাধিক এটিএম লুট , গয়নার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা এখন ‘চিকেন নেক’ কে টার্গেট করছে | যেখান দিয়ে বিভিন্ন রাজ্যের যাতায়াত সহজ হয় । ফলে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই সব অঞ্চলে |