জলপাইগুড়ি , ১৯ জুলাই : বাড়ির উঠোন থেকে তিন বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ । বানারহাট থানার কলাবাড়ি চা বাগানের ঘটনা । বিগত এক বছরে এই এলাকায় চিতাবাঘের হামলায় এই নিয়ে ৩টি শিশুর মৃত্যু হল।
কলাবাড়ি চা বাগানের হুলাস লাইনের বাসিন্দা পুনিতা নাগার্চীর বাড়িতে শুক্রবার সন্ধ্যায় একটি চিতাবাঘ হানা দিয়ে তার তিন বছর বয়সী ছেলে আয়ুব কালিন্দিকে তুলে নিয়ে যায়। প্রচন্ড গরমের কারণে সেই শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির উঠোনের সামনের রাস্তায় বসে ছিল । কিছুক্ষণ পর চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে বাচ্চাটির দেহ উদ্ধার হয় । ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ও বনদপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান । চিতাবাঘের লাগাতার হামলা আটকাতে কার্যকরী পদক্ষেপ করার দাবী জানিয়েছেন স্থানীয়রা ।
গত বছরের ২০ অক্টোবর ওই এলাকার পার্শ্ববর্তী খেরকাটা গ্রামে বাড়ির উঠোন থেকে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছিল । ৫ জুলাই তোতাপাড়া চা বাগানে শাক তুলতে গিয়ে ৮ বছরের এক কিশোরকে তূলে নিয়ে গীিয়েছিল চিতাবাঘ । এছারা চিতাবাঘের হামলায় ওই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে ।
এলাকায় চরম আতঙ্ক ড়রয়েছে । বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মী ও বানারহাট থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।