শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : মিড ডে মিলের তদন্তে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । মঙ্গলবার ১২ জনের প্রতিনিধি দল দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যায় বাগডোগরার একটি স্কুলে । এই প্রতিনিধি দল মূলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মিড ডে মিল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত করতে এসেছে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অধীন জয়েন্ট রিভিউ মিশন নামে ওই প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে । কলেজ অফ হোম সাইন্সের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা অনুরাধা দত্ত , উত্তরাখন্ডের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এন্ড টেকনোলজির অধ্যাপক জিবি পন্থের নেতৃত্বে ওই দল পাঠানো হয়েছে ।
বিমানবন্দর থেকে বেরিয়েই ওই প্রতিনিধি দলের সদস্যরা দুটি ভাগে ভাগ হয়ে যায় । একটি দল দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা ও আরেকটি দল জলপাইগুড়ি জেলার উদ্দেশ্যে রওনা দেয়।
অনুরাধা রাইয়ের নেতৃত্বে ভূপেন্দ্র কুমার , রুশদা আনম মালিক ও অনিন্দিতা শুক্লা মিলিয়ে চার জনের একটি দল বাগডোগরার শুভমায়া সুর্য নারায়ণ হাইস্কুলে পরিদর্শনে যান।