January 17, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Court : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে : আইনমন্ত্রী

শিলিগুড়ি , ১৭ জানুয়ারি : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ।

শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী , “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয় । সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে ।” তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে ।

কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান , বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তরবঙ্গের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব ছিলেন । সার্কিট বেঞ্চ চালু হলে বিচার পেতে আর কলকাতা যেতে হবে না—এতে সময় ও খরচ দুটোই কমবে বলে জানান তিনি।

তবে বিচার ব্যবস্থার প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন রাম মেঘওয়াল। তার দাবি , রাজ্যে একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছে , যা আইনশৃঙ্খলার অবনতির দিকেই ইঙ্গিত করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *