শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : বড়দিনের আনন্দে মাতোয়ারা শহর শিলিগুড়ি । শিলিগুড়ির প্রধাননগরের ঐতিহ্যবাহী চার্চে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ অনুষ্ঠান ।
গতকাল রাতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় শহর ও শহরতলির একাধিক চার্চে ।
প্রভু যিশুর জন্মদিন উদযাপনে সকাল থেকেই চার্চ চত্বরে ভিড় জমাতে শুরু করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন ধর্মের মানুষ ।
আলো , ফুল , ক্রিসমাস ট্রি আর ক্যারোলের সুরে সাজানো চার্চ প্রাঙ্গণ যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে |
বড়দিনের রাতে বিশেষ প্রার্থনায় অংশ নিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা দেন ধর্মগুরুরা । প্রার্থনার শেষে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নেন উপস্থিতরা ।
নিরাপত্তা ও শান্তিপূর্ণ উদযাপনের জন্য চার্চ সংলগ্ন এলাকায় ছিল পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। সন্ধ্যার পর থেকে অগণিত সাধারণ মানুষকে দেখা রাস্তায় বেরিয়ে পড়তে | যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় |
সব মিলিয়ে , ভালোবাসা , ভ্রাতৃত্ব আর শান্তির বার্তা নিয়ে শিলিগুড়িতে আজ উদযাপিত হল বড়দিন।

