Accident : কাওয়াখালি এলাকায় ফের দুর্ঘটনা , আহত চালক
শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : পথ দূর্ঘটনা শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় । আহত চালককে , গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে বের করল দমকল বাহিনীর কর্মিরা। শিলিগুড়ির দূর্ঘটনায় রাশ টানতে মেডিকেলের ‘কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট ‘ করা হয় । এরপর থেকে কিছুটা স্বস্তি মিললেও ফের দূর্ঘটনার কবলে ট্রেলর এবং কন্টেনারের সংঘর্ষ । শনিবার ভোর চারটে নাগাদ কাওয়াখালির […]