শিলিগুড়ি , ৯ জানুয়ারী : “সবুজ সাথী” প্রকল্পের অন্তর্গত বাইসাইকেল তুলে দেওয়া হল এসডিও শিলিগুড়ির উদ্যোগে । এদিন শিলিগুড়ির রামকৃষ্ণ সারদামনি হাইস্কুলে এই সবুজ সাথী সাইকেল বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , এসডিও শিলিগুড়ি সহ অন্যান্যরা । এদিন মোট তিনটি স্কুলে ৪১৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে বাই সাইকেলগুলি তুলে দেওয়া হয়।
প্রথমে রামকৃষ্ণ সারদা মনি বিদ্যাপীঠ , নীলনলিনী বিদ্যামন্দির এবং হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ১০ জন করে মোট ৩০ জনের হাতে সাইকেল তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাকি সাইকেল গুলি এই তিনটি স্কুলে পরে স্কুল প্রাঙ্গনে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ফের সাধুবাদ জানান মেয়র ।