March 12, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Ground : সীমানা প্রাচীরের সূচনা

শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা ব‍্যায়ে সীমানা প্রাচীরের উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ । ভারত নগর তরুণ তীর্থ ক্লাবের খেলার মাঠ দীর্ঘদিন ধরে উন্মুক্ত থাকায় খেলাধুলা করার ক্ষেত্রে অনেক অসুবিধা মুখে পড়তে হচ্ছিল ক্লাব সদস‍্যদের ।

যেই ক্লাবে ছোট থেকে খেলাধূলা করে বেড়ে ওঠা সেই ক্লাব থেকে যখন মাঠের সীমানা প্রাচীরের প্রস্তাব আসে তখন না বলার কোন অবকাশ থাকে না । সেই কথা অনুযায়ী আজ সীমানা প্রাচীরের আনুষ্ঠানিক উদ্বোধন হল |

ফিতে কেটে শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ এই মাঠ সকলের খেলার জন‍্য খুলে দিলেন আজ । এরপর এক বক্তব্যে বিধায়ক জানান তার বিধায়ক উন্নয়ন তলবিলের অর্থের পরিমাণ কম । কিন্তু খেলাধুলার স্বার্থে কোন কাজ আটকে থাকবে না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *