শিলিগুড়ি ,৬ নভেম্বর : শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক ।
মিলিটারি ইন্টেলিজেন্স এর তথ্যের ভিত্তিতে, শিলিগুড়ির বাগডোগরার বেঙ্গডুবি আর্মি কম্পাউন্ড থেকে নন্দ মণ্ডল নামে একজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ । সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর, ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে ।
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত ১৯৯০ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে । তখন থেকেই সে জলপাইগুড়ি জেলায় বসবাস করছিল । বর্তমানে রাজমিস্ত্রির সুপারভাইজার এর কাজ করছিল ।
শিলিগুড়ির বাগডোগরা আর্মি কম্পাউন্ডে একটি বিল্ডিং এর কাজে বিগত ১০ দিন যাবত সে কর্মরত ছিল । গতকাল বিকেলে ওই যুবকের আচরণে সন্দেহ হয় সেনার । এরপর তল্লাশি চলে, খতিয়ে দেখা হয় তার মোবাইল ।
সূত্রের খবর তার মোবাইলে পাওয়া যায় একটি বাংলাদেশী পরিচয়পত্র । বাংলাদেশের একটি পরিচয় পত্র দেখতে পেরেই আর্মি ইন্টেলিজেন্স এর অফিসাররা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে ।
এরপর বাগডোগরা থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ।
জিজ্ঞাসাবাদে ধৃত জানায় ,বর্তমানে অভিযুক্ত জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জে বসবাস করছিল । তদন্তের স্বার্থে ওই এলাকাতেও যাবে বাগডোগরা থানার পুলিশ ।
বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের বাংলাদেশের ঠিকানা শ্রীনগর, মুন্সিগঞ্জ।
ধৃতের কাছে ভারতের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে । তা আসল নাকি নকল খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে বাগডোগরা থানার পুলিশ ।
অপরাধ
ঘটনা
Citizen : শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক
- by Soumi Chakraborty
- November 6, 2025
- 0 Comments
- Less than a minute
- 253 Views
- 2 hours ago

Share This Post:
Related Post
অপরাধ, উত্তরবঙ্গ, ঘটনা
Trafficking : অসমের তরুণীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই
November 4, 2025
