শিলিগুড়ি , ১৬ জুলাই : শিলিগুড়ি প্রধান নগর থানা পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল । কাঠমিস্ত্রির ছদ্মবেশে বসবাস করছিল দাগাপুরে অভিযুক্ত | ধৃতের নাম পরিতোষ চন্দ্র রায় (৩২)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত নভেম্বর মাসে পরিতোষ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে । এরপর সে শিলিগুড়িতে চলে আসে এবং দাগাপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করতে শুরু করে । সেখানেই সে বসবাস করছিল ।
তবে কিছুদিন ধরেই দোকান মালিকের সন্দেহ হয় পরিতোষের আচরণ নিয়ে । ফোনে কথা বলার সময় বারবার দোকান থেকে বাইরে চলে যাওয়া , কিছু রহস্যজনক কথা , সব মিলিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপর দোকান মালিক বিষয়টি প্রধান নগর থানার পুলিশকে জানান।
পুলিশ নজরদারির পর গতকাল রাতে পরিতোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই সে স্বীকার করে যে সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে । এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
আজ অভিযুক্ত পরিতোষ চন্দ্র রায়কে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । পুলিশ জানিয়েছে , তদন্ত চলছে এবং তার ভারতে থাকার উদ্দেশ্য , যোগাযোগ এবং আরও কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা তা সব খতিয়ে দেখা হচ্ছে।