April 24, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

India : বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে , গ্রেপ্তার সাত

শিলিগুড়ি , ২৪ এপ্রিল : বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় । কিন্তু অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার সাত ।
বাংলাদেশ চলা অশান্তির কারণে নিজের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টোপকে ভারতে ঢুকেছিল সাতজন ।

দু’মাস আগে , বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই সাতজন । ধৃতদের নাম যতীনচন্দ্র রায় , বাউলো রানি , বালু চন্দ্র রায়, গোলাপি রানী , ঝরনা রানী , সঞ্জীব রায় , নির্মল মজুমদার।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে এরা ভারতে ঢুকেছিল । সীমান্তের তারঘেরা টপকে প্রাণ বাঁচাতে । বাংলাদেশে চলা সাম্প্রদায়িক দাঙ্গার কারণেই এরা ভারতে আসে বলেই জানা গিয়েছে ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে । আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের । পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছে তাদের অপেক্ষায় বলে জানা গেছে । ধৃতদের মধ্যে সাত জন ছাড়া নাবালক তিনজন রয়েছে । প্রত্যেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *