শিলিগুড়ি , ২ জানুয়ারী : বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক এক নেপালের যুবক । গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া সীমান্তের ঘটনা । অবৈধভাবে এক যুবক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে । দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
বিএসএফের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে । ধৃত যুবকের নাম নির্মল রাজ কেসি , জুমলা নেপালের বাসিন্দা । ধৃত যুবক বাংলাদেশে ডাক্তারি পড়াশোনা করত একটি মেডিকেল কলেজে ।
এরপরে সেখানে তার পাসপোর্ট ভিসা হারিয়ে যায় । এরপরেই সে নিজে সিদ্ধান্ত নেয় কোন একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার । এরপরে বিএসএফের হাতে ধরা পড়ে যায় সেই যুবক ।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।