শিলিগুড়ি , ৪ জুন : ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন দুই যুবক । ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কবলে পড়েছিলেন তারা । প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরলেন অবশেষে ।
ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। শিলিগুড়ির কাওয়াখালী কলমজোত এলাকার গোপাল বিশ্বাস ও বিকি দাস বাসিন্দা দুই যুবক। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন তারা। চিন্তায় দিন কাটছিল পরিবারের ।
বাড়িতে স্ত্রী শিশুকন্যাদের
রয়েছে। দুর্ঘটনার দিন সন্ধ্যা বেলায় স্ত্রী ও পরিবারের সাথে কথা হয়েছিল। তারা বাড়ি ফিরছে। ঠিক তার ঘন্টা খানিক পরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় ।
বাড়ি ফিরেও তাদের মনের আতঙ্ক কিন্তু কাটেনি । রাতে ঘুমোতে গেলেই ট্রেন দুর্ঘটনার স্বপ্ন দেখছেন দুই বন্ধু । ঘুমোতে পারছেন না রাত্রে।
পরিবারের পক্ষ থেকে গোপাল বিশ্বাস এর বাবা জানান গত একমাস আগে তারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল। বাড়ি ফিরবে বলে সন্ধ্যা বেলায় তাদের সাথে ফোনে কথা হয়। তারপরেই তাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল কোনোক্রমে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। এরপরে তারা নিজেরাই ফোন করে জানায় গাড়িতে দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি খুব ভয়াবহ কোনক্রমে বাড়ি ফিরলেন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুই যুবকের বাড়িতে গিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ।আজ তাদের পরিবারের সাথে দেখা করেন এবং সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তাদের যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় ।সেটা তিনি চেষ্টা করবেন। অন্যদিকে তিনি জানান যেহেতু তারা একমাস কাজ করে টাকা-পয়সা সর্বোচ্চ সর্বহারা হয়ে গিয়েছে। তাই প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের সহযোগিতা করা হবে।