শিলিগুড়ি , ৯ মার্চ : কাওয়াখালির মাঠে নরেন্দ্র মোদীর সভায় আজ অংশ নেন প্রধানমন্ত্রী প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই সভা মঞ্চে অংশ নিতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান , বহুবার এসেছি বিচারপতি হিসেবে সার্কিট বেঞ্চে । এবার রাজনৈতিক নেতা হিসেবে ভাষণ দেব কিনা জানিনা । যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব।
রাজ্যের এখন সাংঘাতিক খারাপ অবস্থা। এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই । উপর মহলের নির্দেশে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে । রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার বলে তিনি দাবি করেন । সন্দেশখালিতে যা হয়েছে মুখ্যমন্ত্রী একদিনেও যাননি এবং সেখানকার সাংসদ গানবাজনা করছেন । মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন।
শান্তিপূর্ণ নির্বাচন হলে অসম্ভব ভালো ফল হবে এবং তৃণমূল মুছে যাবে। তবে তমলুকে তিনি দাঁড়াচ্ছেন না বলে জানান । দল যা বলবে সেই হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রীকে অনেক কিছু বলব । সময় পেলে তা কথা হবে । অন্যদিকে উত্তরবঙ্গের অনেক উন্নয়নের দরকার আছে ।