শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : হায়দ্রাবাদে অনুষ্ঠিত পঞ্চম মাষ্টার এ্যাথ্যালেটিক মিটে শিলিগুড়ির প্রাক্তন পুলিশকর্তা ৪ টি সোনা ও একটি ব্রোজ পদক পেয়ে এ শহরের নাম উজ্জ্বল করলেন। এই জয়ে শ্যামলবাবু খুব খুশি | আগামীতে তিনি আন্তর্জাতিক মিটের জন্য তৈরী হচ্ছেন বলে জানান।
শ্যামল পাল জানান , যে এবারের মাষ্টার মিটে তার সব থেকে বড় প্রাপ্তি ট্রিপল জাম্পের রেকর্ড ও এবার নিয়ে দ্বিতীয় বারের জন্য বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া। শ্যামলবাবু গতকাল শহরে এসে বাণী মন্দির খেলার মাঠে আবার মাষ্টার মিটে অংশ নেন । সেখানে থেকে ফিরে এসে দু -দিনের বিশ্রাম নেবার পর আন্তর্জাতিক মিটের প্রস্তুতি নেবেন বালে জানান। শ্যামল পালের শেষ কথা এই সার্থকতার পেছনে পরিবারের কৃতিত্ব অপরিসীম ও পরিবাররের সব সময় সহযোগিতা পান তিনি |