March 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Budget : শিক্ষা স্বাস্থ্য এর ওপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ

শিলিগুড়ি , ৪ মার্চ : অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন । মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় ।

এদিন এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ , সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা , শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা ।

এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ । তিনি বলেন , ২০২৫-২৬ এর বাজেট ১৩০ কোটি টাকা আজ ধার্য করা হল । যেই বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা-স্বাস্থ্য ও সৌন্দর্যের ওপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ । এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে । চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েতকে মডেল হিসেবে তৈরি করা । পাশাপাশি খেলাধুলার দিকে লক্ষ্য করে ছোট ছোট ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত বেশ কিছু এলাকাতে।

যেখানে সুইমিং থেকে শুরু করে জিম ও খেলাধুলার একাধিক ব্যবস্থা থাকবে । এদিন তিনি আরও বলেন এইবারের বাজেটে বিশেষভাবে কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে নেশাগ্রস্ত মানুষদের জন্য | সমাজের মূল পথে যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় সে কারণে বেশ কিছু নেশামুক্তি কেন্দ্রগুলিতে আর্থিক সহযোগিতা করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও আর্থিকভাবে সহযোগিতা করবে বলে জানান মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

পাশাপাশি সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সভাধিপতি অরুণ ঘোষ , তিনি বলেন গত বছর ১৩১ কোটি টাকা বাজেট ছিল তবে এ বছর এক কোটি টাকা কমে গিয়েছে । কারণ কেন্দ্র সরকারের বেশ কিছু যোজনার টাকা পাচ্ছে না রাজ্য সরকার | যার মধ্যে আবাস যোজনা অন্যতম , যে কারণে প্রায় কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার ও শিলিগুড়ি মহকুমা পরিষদ। যে কারণে মহকুমা পরিষদের বাজেটেও সেই ছাপ পড়েছে । কমেছে অর্থ বর্ষের বাজেট। তবে নিজস্ব তহবিল থেকে ১৩০ কোটি টাকা এ বছরের বাজেট সম্পূর্ণভাবেই খরচ করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি অরুণ ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *