August 28, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : চুরির সামগ্রী সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ অগাস্ট : চলতি মাসের ২৬ তারিখ মহাবিশ্বস্থানে একটি দোকান থেকে চুরি হয় বেশ কিছু সামগ্রী । ২৬ তারিখেই দোকান মালিক অভিযোগ দায়ের করেন শিলিগুড়ি থানায় ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ চুরি যাওয়া সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করল । ধৃতের নাম গোপাল মন্ডল । ওই ব্যক্তি শিলিগুড়ি সুভাষপল্লী লিচু বাগানের বাসিন্দা বলে জানা গেছে ।

ধৃত ব্যক্তি শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন ভিআইপি রোডের সামনে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল । যে দোকানে বিক্রি করতে এসেছিল সেই দোকান থেকেই পুলিশে খবর দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই অভিযুক্ত চুরির জিনিস নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল । খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *