শিলিগুড়ি , ৭ মার্চ : অবৈধ বিদেশি সোনা সহ দু’জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর । তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। ধৃত দু’জনই মিজোরামের বাসিন্দা বলে জানা গিয়েছে । তাদের কাছ থেকে উদ্ধার হল ১৩ টি সোনার বার , যা ছোট ছোট সিলিন্ডারের আকারে ভাগ করা ছিল। ধৃতদের নাম মার্ক চিংসিয়ানপাওয়া (২৯) ও লিয়ানগাইলুনি (৩৬)।
গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরের পানিকৌড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালায় DRI।
সেখানে একটি চার চাকার গাড়ি আটক করে তারা। গাড়ি থেকে উদ্ধার হয় ওই অবৈধ সোনা। ওই গাড়িতে চালক সমেত তিনজন ছিল বলে জানা গিয়েছে । তবে চালক এই ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তাকে গ্রেপ্তার করেনি DRI । জানা যায় , সোনাগুলি অসম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ওই দুজন। অসমে তারা ওই চালককে ভাড়া করে নিয়ে আসে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার ৮ টাকা ।
সোনা ছাড়াও ওই গাড়ি ও তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে DRI । তাদের শিলিগুড়ির DRI অফিসে এনে নির্দিষ্ঠ ধারায় গ্রেপ্তার করা হয় । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদলতে তোলা হয় । ঘটনার তদন্তে নেমেছে DRI |