শিলিগুড়ি , ২৫ মার্চ : মাত্র ৫০০ টাকার লোভে বন্ধুর কথামতো মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক । শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধাননগর থানার পুলিশ । ধৃতদের নাম আহমেদ মাসুরি (২৪) এবং আদিত্য সিং(১৯)। দু’জনই শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।
মালদা থেকে ব্রাউন সুগার পাচার করার জন্য শিলিগুড়িতে আহমেদ মসুরিকে পাঠানো হয়েছিল । এরপর আহমেদ সেই ব্রাউন সুগার ডেলিভারি দেওয়ার কথা বলে প্রতিবেশী যুবক আদিত্য সিং কে । তার বিনিময়ে ৫০০ টাকা দেওয়ার কথা বলে সে । সেই টাকার লোভে যুবক রাজিও হয়ে যায় । এরপর তার কথামতো স্কুটিতে করে ব্রাউন সুগার নিয়ে জংশনে পৌঁছায় আদিত্য ।এই খবর পেয়ে এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে যুবককে আটক করে তল্লাশি নেয় । তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার । ঘটনায় গ্রেপ্তার করা হয় যুবককে । এরপর জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় আহমেদ মাসুরিকে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী , স্কুটি থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে । যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা । ধৃত দু’জনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । ঘটনার তদন্তে পুলিশ।