December 15, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : সিকিম মদ সহ দুই পাচারকারী গ্রেপ্তার


শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : প্রধান নগর থানা পুলিশ তিন কার্টন সিকিম মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল । ধৃতরা হলেন রাজু শাহ এবং রোশন কুমার চৌধুরী । অভিযুক্ত দু’জনেই বিহারের বাসিন্দা | শিলিগুড়িতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ।

পুলিশ জানিয়েছে , রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ খবর পায় যে জংশন এলাকায় সন্দেহজনক অবস্থায় দুই যুবক একটি স্কুটারে তিন কার্টন মদ নিয়ে ঘোরাফেরা করছে ।

প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে । কার্টনগুলি খুলে পরীক্ষা করলে সিকিম মদ উদ্ধার করা হয় । প্রাথমিক তদন্তে, পুলিশের সন্দেহ, অভিযুক্তরা সিকিম থেকে বিহারে মদ পাচারের পরিকল্পনা করছিল এবং একই উদ্দেশ্যে ,তারা মদ বিনিময়ের জন্য একটি স্কুটারে করে জংশন এলাকায় পৌঁছেছিল ।
পুলিশ ঘটনায় ব্যবহৃত স্কুটার , তিন কার্টন মদ বাজেয়াপ্ত করেছে এবং উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । সোমবার দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *