December 11, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক হাতবদলের আগে পুলিশের জালে

শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : রাতের অন্ধকারে মাদক হাতবদলের ছক বানচাল করল বিএসএফ | বিহার থেকে খড়িবাড়িতে মাদক হাত বদলের আগে এসএসবি’র জালে এক যুবক |

গতকাল খড়িবাড়ির ডুমরিয়া এলাকায় ঘোষপুকুর খড়িবাড়ির রাজ্যে সড়কে মাদক হাতবদলের ছক কষেছিল ওই যুবক | সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ১০৩ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসবি । পরে মাদক কারবারের অভিযোগে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ।

এসএসবির অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম মহম্মদ সামিম , সে বিহারের কিশানগঞ্জের বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে খরিবাড়ী পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *