January 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : এবার শহরে কোকেনের হদিস , গ্রেপ্তার

শিলিগুড়ি , ১২ জানুয়ারী : শিলিগুড়ি শহর থেকে উদ্ধার কোকেন । এস টি এফ এবং শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশের যৌথ অভিযানে এই কোকেন বাজেয়াপ্ত হয়।
এই ঘটনায় শর্তাজ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এস টি এফ।

ধৃতের বাড়ি শিলিগুড়ির ডাঙ্গিপাড়া এলাকায় । খালপাড়া আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এবং পুলিশ এই অভিযান চালায় ডাঙ্গিপাড়ায়।
তার বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৯৩ গ্রাম কোকেন । যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা ।

ধৃত দীর্ঘদিন ধরে এই কারবার করছিল বলে জানা গিয়েছে । অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *