June 23, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : মাদক সহ গ্রেপ্তার দম্পতি

শিলিগুড়ি , ৮ জুন : মাদক সহ গ্রেপ্তার স্বামী ও স্ত্রী । শিলিগুড়ি মহকুমা খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গোন্ডগোল জোতে জাতীয় সড়কের ধারে একটি বাড়িতে হানা দিয়ে মাদক সহ গ্রেপ্তার দম্পতি ।

খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গতকাল অভিযান চালিয়ে ২২ গ্ৰাম ব্রাউন সুগার ,১৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করে । ধৃতরা হল নীলকন্ঠ বর্মন এবং রঞ্জনা বর্মন | ধৃত দুজন স্বামী-স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *