Khabar Samay Bangla Blog অপরাধ Crime : মাদক সহ গ্রেপ্তার যুবক
অপরাধ

Crime : মাদক সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার ১ যুবক । ধৃতের নাম শুভান আলম (২৪)। সে কিশনগঞ্জের বাসিন্দা । খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে এস‌এসবির ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানরা পানিট্যাঙ্কিতে একটি চারচাকার গাড়ি থেকে এক যুবকের কাছে থেকে ১১৬ গ্রাম ব্রাউন সুগার ১৪ গ্রাম গাঁজা ও ৩০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করে |

ভারতীয় ৬ লক্ষ ৭৮ হাজার এবং নেপালি ৮০ হাজার টাকা সহ একটি চার চাকার গাড়ি ও বাজেয়াপ্ত করে এস‌এসবি । পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতকে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version