October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : বিপুল পরিমান নেশার সামগ্রী সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের । বিপুল পরিমাণ নেশার ইনজেকশন সহ গ্রেপ্তার এক । পুলিশের অভিযানে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশার ইনজেকশন । রবিবার বিকেল ৪:৩০ নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ার লালপুল সংলগ্ন এলাকায় সন্দেহের বসে এক যুবককে আটক করে তল্লাশি চালালে সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৬০ টি নেশার ইনজেকশন ।

ঘটনাস্থল থেকেই সেই যুবককে গ্রেপ্তার করে , মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ । ধৃত যুবকের নাম অজয় চৌহান (২৫) | বানিয়াখারী ত্রিপালিজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে । কি করে তার কাছে এত পরিমাণ নেশার ইনজেকশন এল এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ । অভিযুক্তকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *