শিলিগুড়ি , ২৬ এপ্রিল : দার্জিলিং মোড়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক |
শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় শিলিগুড়ি দার্জিলিং মোড় । সেই দার্জিলিং মোড়েই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রি করতে আসে এক যুবক । এমন ঘটনা ঘটেছে গতকাল রাতে। প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রেই খবর পায় দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় চলছে আগ্নেয়াস্ত্র হাত বদল ।
খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ । অভিযান চালিয়ে পঙ্কজ রায় নামক এক যুবককে অটোমেটিক পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রধান নগর থানার পুলিশ ।
ধৃত যুবককে আজ যে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় প্রধান নগর থানা পুলিশ । পাশাপাশি এই যুবক কোথা থেকে কার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র হাত বদলের জন্য নিয়ে এসেছিল সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।