October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Sand : বৈধ চালান ছাড়া বালি তোলার অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়িতে আবারও বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেপ্তার এক ট্রাক্টর চালক । বৈধ চালান ছাড়াই নদী থেকে বালি তুলে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় ।

অটলের চেঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে‌ তাকে ।‌‌ বৈধ নথিপত্র না পাওয়ায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয় । ধৃতের নাম দিলীপ মাহাতো । ধৃত নকশালবাড়ির অটলের চানাপট্টির বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *