November 21, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Smuggiling : সরকারি আইন ভেঙে বস্তায় পায়রা পাচারের চেষ্টা , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৮ অক্টোবর : পথে চলছিল পুলিশের নাকা তল্লাশি । সেই সময় পুলিশের চোখে পড়ে বেশ কয়েকটি বস্তা নড়াচড়া করছে একটি ট্রাকের উপরে । বিষয়টি দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের । তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে থামায় পুলিশ কর্মীরা। তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ ।


দেখা যায় পণ্যবাহী চাল বোঝাই ট্রাকের ওপরে রাখা ছটি বড় বড় বস্তা । আর প্রতিটি বস্তা নড়াচড়া করছে ।
পুলিশকর্মীরা ট্রাকের উপরে উঠে দেখেন প্রতিটি বস্তাতে রয়েছে প্রচুর পরিমাণে পায়রা।
তৎক্ষণাৎ ওই ট্রাকের উপরেই বসে থাকা দু’জন যুবককে আটক করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায় , ৬টি বস্তা করে শতাধিক পায়রা করণদীঘি থেকে শিলিগুড়ি নিয়ে আসছিল তারা। এরপর নিউ জলপাইগুড়ি থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা ট্রাক সহ পায়রা গুলিকে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ধৃতরা হল মহম্মদ ফিরদৌস ও আখতার হোসেন ।

ধৃতরা সরকারি আইন ভেঙে লাইভ স্টক পারমিটের গাড়িতে না এনে পায়রাগুলিকে বস্তাবন্দী করে ট্রাকের উপরে করে নিয়ে আসছিল বলে পুলিশের অভিযোগ । এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ খবর দেয় বন বিভাগকে। খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বন বিভাগের কর্মীরা ।

বন বিভাগের কর্মীদের হাতে উদ্ধার হওয়া বস্তাবন্দী শতাধিক পায়রা এবং দুই অভিযুক্তকে তুলে দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । বন বিভাগ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তদন্ত চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *