June 30, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Bidhan nagar : বাড়ির ছাদ থেকে উদ্ধার একটি ময়ূর

শিলিগুড়ি , ৩ জুন : শিলিগুড়ি মহকুমার বিধান নগর থেকে উদ্ধার একটি ময়ূর |

এদিন এক ব্যক্তি তার বাড়ির ছাদে একটি ময়ূর দেখতে পান । এর পরেই ওই ব্যক্তি খবর দেন পুলিশকে । খবর পেয়ে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ । এরপর পুলিশ গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

অপরদিকে বিধাননগর থানার পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে | খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা । এরপর বন কর্মীরা গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যায় ।

ঘোষপুকুর রেঞ্জ সূত্রে জানা গিয়েছে , উদ্ধার হওয়া ময়ূরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে তার আগে শারীরিক পরীক্ষা করা হবে। তবে কোথা থেকে ময়ূরটি লোকালয়ে এল তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *