March 12, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Animal : দ্রুত গতিতে চলা গাড়ীর ধাক্কায় মৃত্যু বাইসনের

জলপাইগুড়ি , ১৪ নভেম্বর : জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল একটি বাইসনের ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার চাপরামারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালসা থেকে নাগরাকাটাগামী ১৭ নম্বর জাতীয় সড়কে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে চাপরামারি জঙ্গল থেকে বেড়িয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পার করছিল , সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ী এই বন্য প্রাণটিকে সজোরে ধাক্কা মারে । বন্যপ্রাণ এবং গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির ।

ঘটনার খবর পেয়েই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মৃত বাইসনটির দেহ উদ্ধার করে ।

ঘটনা প্রসঙ্গে বন বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সজল কুমার দে জানান , একটি গাড়ীর সঙ্গে ধাক্কা লাগে বাইসনের যে কারনে বাইসন টি মারা গিয়েছে | গাড়িটি ও ক্ষতিগ্রস্থ হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *