December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দেশ

SSB : সীমান্তবর্তী এলাকায় দক্ষ প্রহরীর কাজ করছে এসএসবি : অমিত শাহ

শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : মাওবাদী মোকাবিলায় বিহার , ঝাড়খন্ড ও নকশালবাদ প্রতিরোধে এসএসবির প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানীডাঙ্গায় শসস্ত্র সীমা বলের ৬১ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন অমিত শাহ । আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি ।


এদিন অমিত শাহ বলেন , “বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধা । সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না । ফলে কাজ অনেকটা সহজ । কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল । সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে তা সত্যি অনস্বীকার্য। তার বলতে দ্বিধা নেই যে প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *