December 10, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা দার্জিলিং

Rules : এক্সাইজ রুলস লঙ্ঘনের অভিযোগ গ্লেনারিজের বিরুদ্ধে

দার্জিলিং , ১০ ডিসেম্বর : বেঙ্গল এক্সাইজ রুলস লঙ্ঘনের অভিযোগে গ্লেনারিজ এর বার ‘Bar Buzz’–কে তিন মাসের জন্য সিল করল এক্সাইজ দফতর।

শুক্রবার ডেপুটি এক্সাইজ কালেক্টর সরন্যা বারিক জানান , এক্সাইজ ডিপার্টমেন্ট কালেক্টরের নির্দেশ অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । বিশেষ করে বেঙ্গল এক্সাইজ রুলস এর রুল ২৩৯ লঙ্ঘনের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।

অন্যদিকে , গ্লেনারিজের ম্যানেজার অশোক তামাং জানিয়েছেন , বারের মালিক অজয় এডওয়ার্ডস বর্তমানে দার্জিলিংয়ের বাইরে রয়েছেন । পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানান হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *